বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শিকড়ের কবিদের কবিতায়
স্মরণ, শ্রদ্ধাঞ্জলি
জনক
শাহ্ নাজ পারভীন
জনক তোমার তর্জনীতে ছিল
দৃঢ়চেতা বিশ্বাস
বজ্রমুঠি, প্রত্যয়ী সংকল্পে নির্ভীক
সাক্ষী ইতিহাস
রক্তে তোমার মুক্তির নেশা
হৃদয়ে বাংলাদেশ
পরাধীনতার শৃঙ্খল ভেঙে করেছো
স্বাধীন দেশ
চোখে পুষেছো স্বপ্ন হাজার
মানুষের অধিকার
লাল সবুজের পতাকা দিয়েছো
সম্ভাবনার দ্বার
ফুল ফসলে সমৃদ্ধ দেশ
মায়ের সবুজ আঁচল
সুজনে সৃজনে ভরবে ভাড়ার
মেখেছো সুখ কাজল
তোমাকে বুঝতে ব্যর্থ যারা
তারাই ছিল ঘাতক
ইতিহাসে ওরা কালিমা লেপেছে
নিন্দিত সে প্রতারক!
হৃদয়ে তোমাকে ধারণ করেছে
বাইশকোটি জনগণ
জনক তোমাকে প্রণতি জানাই
ভালোবাসা অগণন
ভুলিনি আমরা, ভুলবোনা জেনো
সেই কালোঅধ্যায়
তুমি আছো, রবে চিরজাগ্রত
বিনম্র শ্রদ্ধায় ।।
শাহনাজ পারভীন : কবিতায় যার বিশুদ্ধ উচ্চারণ
শাহনাজ পারভীন, শিকড় পরিবারেরই সদস্য। সৃজনশীল কাব্যময় জগতের এক অনন্য নক্ষত্র। কবিতার নান্দনিক পথধরে হটছেন দীর্ঘদিন। কবিতার পাশাপাশি, গল্প ও গানে তিনি সমানভাবে সরোব এবং সাবলীল। সাহিত্যের আড্ডা, আবৃতি, উপস্থাপনা তাঁর অন্যতম নেশা। শাহনাজ পারভীন এই পর্যন্ত অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন। দেশ বিদেশের বিভিন্ন পত্রিকা সহ অনলাইন পোর্টালে নিয়মিত লিখছেন। দুই সন্তানের জননী, কবি শাহনাজ পারভীনের জন্ম ১৮ ফেব্রুয়ারি, ঢাকায়, এবং বেড়েওঠা ঢাকা শহরেই। পড়ালেখা, ইসলামের ইতিহাসে এম এ করেছেন। প্রকাশিত গ্রন্থ, লোনাজল ছুঁয়ে, দলছুট মেঘ, করপূটে জমা জল, ইত্যাদি উল্লেখযোগ্য।
আজ কবির জন্ম দিন। শিকড়ের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন
স্বপ্নবাজি
আমরা যারা পাতার ফাঁকে রৌদ্র খুঁজি
মাথার ওপর আকাশটাকে স্বাধীন বুঝি
তারাও জেনো, হতেই পারি অগ্নিগিরি
আলোর খোঁজে নিত্য ভাঙি হাজার সিঁড়ি
আমরা যারা পথের ধুলোয় জীবন আঁকি
বুকের মাঝে আগুনটাকে যত্নে রাখি
তারাও জেনো, কষ্ট লুকোই হাসির তোড়ে
কান্না ভুলে সূর্য দেখি নতুন ভোরে
আমরা যারা দুঃখ কিনি ভালোবেসে
হৃদয় খুঁড়ে রক্ততিলক আঁকছি হেসে
চাইছি ভীষণ সময়টাকে পালটে দেবো
রথেরচাকা উল্টো দিকে ঘুরিয়ে নেবো
সেই আশাতেই দিনের শেষে রাত্রি গুনি
আমরা শুধুই স্বপ্নবাজির স্বপ্ন বুনি!
কথার ঘূর্ণিপাকে
কিছু কথা থাকে বুকের গহীনে
কিছু কথা থাকে বোধে
কিছু কথা শুধু চোখের ভাষায়
কিছু কথা প্রতিরোধে
কিছু কথা হয় পাহাড় সমান
কিছু কথা কাব্য-জলের
কিছুকিছু কথা নিটোল প্রেমের
কিছুকথা অন্তরালের
কিছু কথা শুধু প্রতিবাদ নয়
কিছু কথা অধিকার
কিছু কথা মানে হাজার কণ্ঠ
সংগ্রামে দুর্বার
কিছু কথা হয় নকশিকাঁথা
কিছু কথা ধ্রুবতারা
কিছু কথা হয় পলিমাটিসম
কিছুকথা একতারা
কিছু কথা হয় বজ্রকঠিন
কিছু কথা আনে ফাগুন
কিছু কথা স্রেফ বারুদ জেনো
বিস্ফোরণেই আগুন
কিছুকিছু কথা হাতিয়ার হয়
রুখে দিতে অবিচার
কিছুকিছু কথা দুর্গমগিরি
ইতিহাস অনিবার ।।
ইচ্ছে ঘুড়ি
তুই কি আমার বন্ধু হবি?
যখন তখন গোপন কথার গল্প ঝুড়ি,
কল্পলোকে নাটাই ছাড়া
আকাশ পানে ছুটতে থাকা ইচ্ছে ঘুড়ি?
তুই কি আমার ভাবনা হবি?
রাত দুপুরে ঘুমের ঘোরে
আকাশ কুসুম কল্পনাতে
খুব যতনে স্বপ্ন ছুঁবি,
তুই কি আমার অন্যরকম একটা কিছু
কান্না হাসির ভালবাসার আকশটাতেও
ভাগ বসাবি?
তুই কি আমার মন উচাটন একলা দুপুর?
খুব গরমে একটু শীতল
হিজল তমাল, পাতার নূপুর!
তুই কি হবি গঙাফড়িং?
মনের যত ইচ্ছে গুলি উড়িয়ে নিবি!
অকারণেই দমকা হাসির পরশটুকু
সরষেফুলে খুব লুটোবি ,
তুই কি আমার ছড়ার বইয়ের রঙ্গিনছবি?
ড্রইং খাতার ইচ্ছে মত আঁকিবুঁকি,
তুই কি আমার ভাললাগা ভীষণ কিছু?
সব ভুলে তাই ঘোরের মাঝে ছুটছি
কেবল তোরই পিছু!
তুই কি হবি দূর নীলিমায় চাঁদের হাসি?
ইচ্ছে হলেই জাপটে ধরে
বলবো তোকেই ভালবাসি।
একমুঠো স্বপ্ন
সেই কবে একমুঠো স্বপ্ন হাতে
নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম,
কত কাল, কত যুগ মনে নেই!
আজ ঘুম ভেঙে জীর্ণ,ক্ষয়িষনু হাতটার
দিকে তাকিয়ে বড় মায়া হলো!
কত নদী কত ঝর্ণার জল গড়িয়ে গেছে,
শ্যাওলা আর ছোট ছোট উদ্ভিদ জমে জমে
গাঢ় সবুজ অরণ্য এখন।
অনুভব করলাম, আমার স্বপ্নে প্রাণের সঞ্চার হয়েছে
বাইরের পৃথিবী দেখবার জন্য ছটফট করে মরছে ওরা!
ধীরে ধীরে মুঠি খুলে দিলাম,
আর অবাক বিস্ময়ে দেখলাম-
একঝাঁক রঙিন প্রজাপতি ডানা মেলে দিল
উজ্বল আলোর বন্যায়,
নীল আকাশে।
জানি ওরাও একদিন ফিরবে সবুজের কাছে,
পৃথিবীকে ভালোবেসে।
ছোট একটা জীবন তবু স্বপ্ন অগণন!
ক্ষতের আর্তনাদ
রাতের উদরে বাড়ে ক্ষুধার্ত রাত,
নিশ্চল মৌন প্রহর যাচে ভোরের আভাস
অবারিত জোছনা লুটিয়ে ক্লান্ত কোজাগরী চাঁদ
ক্ষণিকের মোহ ভেঙে ফিরে গেছে অধরা স্বপন
নীল কষ্টের গায়ে লেগে আছে কিছু নীল নীল
ছোপ ছোপ দাগ !
কালশিটে ক্ষতদের সকরুণ অভিযোগে;
রাতের নিস্তব্ধতায় গুমরে কাঁদে বসন্ত বিলাপ
গোপনে প্রণয়ে জমে বিন্দু বিন্দু শিশিরের
অবসাদ।
বিপত্তি
শনিবারের বারবেলাতে গিয়েছিলাম হাটে
বিপত্তিটাও ঘটলো তখন যেই নেমেছি ঘাটে!
ঘাটটা ছিল শেওড়া তলায় গা ছমছম করে
সেই ভয়েতে দৌড়ে যেতেই পিছলে গেছি পড়ে!
শেওড়া তলায় শাঁখচুন্নি নাঁকিসুরে কাঁদছিল
বুঝিনিতো সেটাই ওর মানুষ ধরার ফাঁদছিল!
যেইনা বলা, অমন করে কাঁদছো কেন বাছা?
ওমনি বলে, ভালো মানুষ বিপদ থেকে বাঁচা
মনটা আমার ভীষণ নরম, তাইতো গেলাম এগিয়ে
কায়দা করে পেত্নী আমার মুন্ডু নিল বাগিয়ে
মুন্ডু ছাড়া কেমন করে ফিরবো বলো বাড়ি !
ভুতের গলায় মালা দিয়ে হলেম আমি তারই
শেওড়া গাছেই ঘর বেঁধেছি, পেত্নী এখন বউ
ভরদুপুরে শেওড়া তলায় আর এসোনা কেউ।
A FISTFUL DREAM
Once I slept with a fistful dream in my hand,
I had been inclined into a deep slumber.
A span of time, many ages passed by,-
All that I could not remember at all.
Today, when I woke up from the deep sleep,
I looked at my tattered, and decayed-hand,
I felt sympathized with me.
The water of many rivers,
Many fountains have already flown downstream.
The mosses and creeper-shrubs gradually turned
Into deep, vast green wood by now.
I come to feel that my dreams emerged into life now.
To witness the outward world, they all are just tossing to die.
Slowly, when I opened the fist, I noticed on my palm,
There is an utter surprise!
A swarm of colourful butterflies opening their wings
to fly in the sky, amidst the flow of glittered light,
But, I know they will one day surely come back
To my green avenues,
Just in love with this world very much.
Indeed, life is too short,
Whereas its dreams are always countless…!